আমাদের বাংলা টিউটোরিয়াল কোর্স ভিত্তিক ওপেনসোর্স সাইট howtocode.com.bd এর মুল ফোকাস করার বিষয়টি হচ্ছে আমরা চাই সবাই মিলে সঠিক তথ্যটি সবার সাথে শেয়ার করতে। এখানে তথ্য বলতে প্রোগ্রামিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট এর বিভিন্ন টুল সম্পর্কিত টিউটোরিয়াল পোস্টের কথাই বলা হচ্ছে।
ওপেনসোর্স এবং পাবলিক কন্ট্রিবিউশন কথা দুটি মাথায় আসলেই আমাদের সবার মাথায় যে সার্ভিসটির কথা আসে সেটা হচ্ছে github এবং git ভার্সন কন্ট্রোলিং সিস্টেম এর কথা। আর ঠিক এই দুটিই আমাদেরও মুল হাতিয়ার। প্রত্যেকটি কোর্স এর জন্য একটি করে github রিপোজিটরি আছে এবং সেখানেই একটি কোর্সের কন্টেন্ট গুলো মার্কডাউন ফরম্যাটে লেখা হয়ে থাকে। আপনি যদি মনে করেন কোন একটি কোর্সের কোন একটি চ্যাপ্টার এর কিছু অংশ পরিবর্তন করা দরকার অথবা পুরো একটা চ্যাপ্টারই অ্যাড করা দরকার তাহলে শুধুমাত্র ওই রিপোজিটোরিটি ফোর্ক করে নিজের পরিবর্তন গুলো করে মুল রিপোতে পুল রিকোয়েস্ট দিন। ওই রিপো এর মাস্টার ব্রাঞ্চ এর অ্যাডমিন সেটি গ্রহণ করলেই মুল কোর্সের সাইটে স্বয়ংক্রিয় ভাবে পরিবর্তন গুলো আপডেট হয়ে যাবে।
এই স্বয়ংক্রিয় আপডেটের পেছনে এবং কোর্সগুলোকে সুন্দর করে উপস্থাপন এর পিছনে অবদান রয়েছে gitbook নামের একটি সার্ভিস এর। এই সার্ভিস মূলত একটি github রিপোকে কন্টেন্ট সোর্স হিসেবে ধরে সেটার উপর ভিত্তি করে ওয়েব, পিডিএফ, মোবি ইত্যাদি ফরম্যাটে কন্টেন্টগুলোকে রেডি করে।
এভাবেই আপনি কোর্সে কন্ট্রিবিউট করতে পারেন অথবা নতুন কোন বিষয়ে কোর্স লিখতে চাইলে আমাদেরকে জানাতে পারেন ask[at]howtocode.com.bd এই ঠিকানায়।
পুরো কোর্স লেখা ছাড়াও আরও একটি উপায়ে আপনি এখানে কন্ট্রিবিউট করতে পারেন, তা হল সিম্পলি একটা বাংলা পোস্ট লিখে। প্রোগ্রামিং বা সফটওয়্যার ডেভেলপমেন্ট এর যেকোনো টুল সম্পর্কিত একটি টিউটোরিয়াল পোস্ট লিখে ফেলতে পারেন আপনার ব্যাক্তিগত ব্লগের জন্য আর সাথে শেয়ার করতে পারেন এখানেও। আপনার সাইটের ব্যাকলিঙ্ক মেইন্টেইন করেই এবং আপনাকে যথাযথ ক্রেডিট দিয়েই সেটি এখানে প্রকাশ করা হবে।
কন্ট্রিবিউশন নিয়ে একটি সহজ ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন নিচেঃ
Vai ami Python e from “sys import argv” execute korte parchi na.
Run korle error ase “More than 1 value to unpack’ etc.
Please help me.
LikeLike
http://python.howtocode.com.bd/ এখানকার মন্তব্যের বক্সে লিখতে পারেন।
LikeLike
শেল ও শেলস্ক্রিপ্টিং 1.4.4. ব্রেস এক্সপ্যানসন http://sh.howtocode.com.bd/1.4.4.braceecpansion.html পেজ লোড হয়না ।
LikeLike
http://sh.howtocode.com.bd/1.4.4.braceexpansion.html এই লিঙ্ক ট্রাই করুন
LikeLike
শেল ও শেলস্ক্রিপ্টিং http://sh.howtocode.com.bd/index.html এই course টি কত দিন চলবে পুরো course এর একটা outline যদি শুরুতে দিয়ে দেন তবে course এর বাপ্তি ও বিস্তারিত শুরুতেই জানাজেত।
LikeLike
এখানকার কোর্স গুলো ওপেন সোর্স এবং ক্রাউড সোর্সড অর্থাৎ পবালিক কন্ট্রিবিউশনের উপর ভিত্তি করে কোর্স গুলো আগাবে। অর্থাৎ এক সাথে ৪/৫ জন এই কোর্সে লিখতে পারবেন Wiki স্টাইলে। আর তাই এই কোর্সের প্রথম ভার্সন কবে নাগাদ শেষ হবে তা নির্ভর করবে এই কোর্সে কতজন পাবলিক কন্ট্রিবিউটর আসবে তার উপর।
যেমন PHP কোর্সের ২ জন কন্ট্রিবিউটর মিলে ইতোমধ্যে লিখে শেষ করে ফেলেছেন। শেল স্ক্রিপ্ট কোর্স একবার শেষ হবার পর অন্য একজন কন্ট্রিবিউটর কিছু কিছু এডিট করছেন। এভাবে।
ধন্যবাদ
LikeLike
Magento এর উপরে একটা কোর্স এর আবেদন জানাচ্ছি 🙂
LikeLike
আমাদের সব কোর্স পাবলিক কন্ট্রিবিউশনের উপর ভিত্তি করে লেখা হয়। ম্যাজেন্টো নিয়ে লেখার আগ্রহী কয়েকজনকে পাওয়া গেলে অবশ্যই কোর্স হতে পারে।
LikeLike
i am expecting a course for // Object oriented design & analysis //. thanks
LikeLike
java programming er tutorial guli dekte pachina kano !!! ( যেমুন Thread ) please help koren !!
LikeLike
কোর্স গুলো কমপ্লিট হয়ে পাবলিশ হয় নি। বরং, সবাই মিলে পাবলিক কন্ট্রিবিউশনের মাধ্যমে এই কোর্সগুলো লিখে থাকেন। তাই একটু অপেক্ষা করতে হবে – ধন্যবাদ
LikeLike
Common Lisp এর উপর একটা কোর্স এর জন্য অনুরোধ করছি।
LikeLike
Typescript এর উপর আমি লিখতে চাচ্ছি কিভাবে লিখব?
LikeLike
পিংব্যাকঃ জাভাস্ক্রিপ্ট – Shamim Iqbal
সি প্রোগ্রামিং এ স্ট্রিং সম্পর্কে কিছু লেখা নাই।স্ট্রিং সম্পর্কে কিছু আলচনা করলে ভাল হত।
LikeLike
No Course is available on Test Automation.I an 6 years experienced SQA,
I will contribute when you will start the course “Test Automation”.
LikeLike
If you people add a section about CakePHP it will be help us a lot.
LikeLike
Tutorial of Visual Basic .NET is also necessary for Bangladesh too.
LikeLike
You people can add socket programming as a course.
LikeLike
Games Development … Unity … নিয়ে একটা course রাখতে পারেন … অনেক এর উপকার হত । coz অনেক এর ই এটা নিয়ে আগ্রহ আছে কিন্তু যথাযত resource এর জন্য পারছে না । Thank you ,,,,
LikeLike
Hello, I am 13 years old.I find this site best to programming for my age.Because everything is very easy to learn here.I want to develop games with Unity.So I request you to make an easy course on Unity and C# programming language.Thank you.
LikeLike
need a HTML course .
LikeLike
I need a CSS course too.
LikeLike
python framework web2py tutorial
LikeLike
python framework web2py tutorial কোর্স এর জন্য অনুরোধ করছি।
LikeLike
আপনারা গিটবুক ইউজ করে কিভাবে
python.howtocode.com বানিয়েছেন এ সম্পর্কে ধারনা দিবেন প্লিজ।
LikeLike
Please complete the Javascript tutorial. I want to learn it.
LikeLike